Promise Day

আজ 11 ই ফেব্রুয়ারী
বসন্তের হাওয়ায় স্নিগ্ধ সমীরনে এই দিনে এই মুহূর্তে কথা দিলাম... এই কথা দেওয়া আর তার সাথে শপথ করা যা পুরো টাই প্রতিজ্ঞা ... যা হৃদয়ের উন্মুক্ততায় বাঁধনে বেঁধে দেয় সম্পর্ক দুটি কে।
প্রতিজ্ঞা শুরুতে শুধু একটা দিনের না । প্রতিজ্ঞা মানে সারাজীবনের জন্য একে অপরের দায়িত্ব পালনের নিয়ম যা শুরু হয় বিশ্বাসে আর যার বৈধতা পায় সময়ের মাপকাঠিতে।
আমরা promise Day কে হয়তো একটা বাঁধনে আবদ্ধ রাখি হয়তো সেটা ভালোবাসার দুটি মানুষের মধ্যে ভালোবাসা বাঁচিয়ে রাখার লক্ষ্যে পথভ্রষ্ট না হ'ওয়া।
কিন্তু এর বাইরের সীমা অসীম যা আমরা আমাদের জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছাতে promise নিতেই পারি,আজ এই দিনে।
আমরা প্রতিজ্ঞা দিবসের মধ্যে দিয়ে আমাদের মনুষ্যত্বকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি যা আমাদের জীবনের সঠিক দিশা পাবে আর তার পাশাপাশি সমাজ সংস্কৃতি ও পরিবেশ সৃষ্টির সুন্দর রূপে মুগ্ধ হয়ে উঠবে।

আমরা কর্ম কুশলতায় ব‍্যাস্ত জীবনে কথা দিলাম আর প্রতিজ্ঞা গ্রহণ করলাম এটা সর্বদা ঘটে । কিন্তু প্রতিজ্ঞার সাথে যে কথা টা যুক্ত হল, তার বাস্তবায়নের জন্য কত টা প্রস্তূত তা নির্ণয় করা উভয় পক্ষের জানা জরুরী।
সফলতা আসে সঠিক দিশার মধ্যে দিয়ে, আর প্রতিজ্ঞা তে জীবন আবদ্ধ হয় সত্যতাতে।
জীবনের সবচেয়ে বড় প্রতিজ্ঞা হয়তো আজ হ'ওয়া উচিত নিজের মনুষ্যত্বকে বাঁচিয়ে রেখে ভবিষ্যতের প্রজন্মকে সুন্দর মাতৃভূমি উপহার দেওয়া। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই সুন্দর পৃথিবীতে।
                                                                      _Adi

Comments

Popular posts from this blog

Rose day quotes to make the rose day special

Valentine's day week list 2020

How to get 100 marks in Mathematics?