How to get 100 marks in Mathematics?

        অঙ্কে ১০ টি টিপস্ মানলেই ১০০% পাবেই

আর কয়েক দিন পর মাধ‍্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু। হাতে গোনা কয়েকটি দিন বাকি কিন্তু অঙ্কে কাঁচা ছাত্র ছাত্রীদের মনে ভীতি হয়তো কিছু টা রয়েছে কিন্তু গবেষকেরা বা শিক্ষাবিদরা বলেছেন এই ১০ টা টিপস্ মানলে অঙ্কের ভীতি দূর হবে সফলতা আসবেই।


টিপস্ গুলি হলো  :-

১. প্রথমে পরীক্ষার ধরন , নম্বর সিস্টেম এবং প্রশ্ন পত্র      এর ধরন বুঝে রুটিন তৈরি করতে হবে ।
২.  প্রশ্ন পড়ার জন্য কিছুটা সময় রাখতে হবে (১৫ মি.)।
৩.  সিলেবাস অনুযায়ী সমস্ত প্রশ্নোত্তর সমাধান করা।
৪.  অঙ্কের উদাহরণ গুলি দেখা।
৫.  বিগত কয়েক বছরের প্রশ্নগুলো সমাধান করা বা 
     দেখা।
৬. সূত্র গুলি মনে রাখা।
৭. সম্পাদ‍্য ও উপপাদ্য গুলিকে আলাদা আলাদা কষে  
    দেখা।
৮. অঙ্কের পরীক্ষার আগের দিন রাত জেগে পড়াশোনা 
    করা যাবে না।
৯. পড়াশোনার মাঝে power break নেওয়া।
১০. টেনশন দূর করে খুশি মনে পরীক্ষা দেওয়া।
      
     সকল পরীক্ষার্থীদের প্রতি র'ইল শুভ কামনা।

                   

Comments

Popular posts from this blog

Valentine's day week list 2020

How to improve yourself ? Bengali