Valentine's day

   ভ‍্যালেন্টাইন ডে কেন পালন করা হয় ?



তৃতীয় শতাব্দীতে খ্রীষ্টান ধর্ম যাজক ও চিকিৎসক সেন্ট ভ‍্যালেন্টাইন ইতালির রোম নগরীতে ধর্ম প্রচার করতেন।
আর সেই সময় রোম সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস ধর্ম প্রচারে বাধা দেন এবং ধর্ম প্রচারে অভিযোগ আনেন।
দ্বিতীয়ত, সম্রাট সৈনিকদের বিবাহের নিষেধাজ্ঞা আরোপ করেন কারণ তিনি মনে করেন অবিবাহিত পুরুষরা অধিকতর শক্তিশালী ও পারদর্শী হন এবং উন্নত মানের যোদ্ধা হন। কিন্তু ভ‍্যালেন্টাইন গোপনে সৈনিকদের মধ্যে বিয়ে দেওয়ার প্রথা শুরু করেন।
এই দুই অভিযোগ সম্রাট ক্লডিয়াস, ভ‍্যালেন্টাইনকে কারাবাসে পাঠানোর নির্দেশ দেন।
এরপর ধর্ম যাজক ভ‍্যালেন্টাইন অলৌকিক চিকিৎসা পদ্ধতিতে একজন কারারক্ষীর অন্ধ মেয়েকে দৃষ্টিদান করেন। অনুপ্রাণিত হয়ে ঐ পরিবারের ৪৬ জন সদস্য খ্রীষ্ট ধর্মে দীক্ষিত হন। এই জনপ্রিয়তা ও ধর্ম প্রচারের কারনে দ্বিতীয় ক্লডিয়াস আদেশে ভ‍্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
ইতিমধ্যে ঐ কারারক্ষীর সুন্দরী তরুণী কন‍্যার সাথে ভ‍্যালেন্টাইনের প্রেমের সম্পর্ক তৈরি হয়। কারাঅভ্যন্তরে তারা দেখা করতেন। 

মৃত্যুদণ্ডের আগের দিন রাতে ভ‍্যালেন্টাইন তার প্রেমিকার উদ্দেশ্য এক চিঠি লিখেছিলেন-- 
      চিঠির শেষ টা এরকম ছিল যে,-
                    'From your Valentine'




তার পর ভ‍্যালেন্টাইনকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল ২৭০ খ্রীষ্টাব্দে ১৪ ই ফেব্রুয়ারী। তাই ভ‍্যালেন্টাইনের স্মৃতি ধরে রাখতে এই দিনটি ভ‍্যালেন্টাইন ডে হিসেবে পালন করা হয়।
৪৯৮ খ্রীষ্টাব্দের দিকে পোপ গেলাসিয়াস ১৪ ই ফেব্রুয়ারী Valentine's day হিসেবে ঘোষণা দেন আর সেখান থেকেই ১৪ ইসলাম ফেব্রুয়ারী প্রেম দিবস (Valentine's day) হিসেবে পালন করা হয়।

Comments

Popular posts from this blog

How to get 100 marks in Mathematics?

Valentine's day week list 2020

How to improve yourself ? Bengali