Saraswati puja 2020

বীনাপানিতে সজ্জিত বাগদেবীর আরাধনা একদিন   নয়, এবার দুদিন

শিশির ভেজা কুয়াশা মাখা আম্রমুকুলের সিন্গ্ধ গন্ধের সুবাসে মুখরিত মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা হয়ে থাকে।
এবার মায়ের আরাধনা দুদিন, পঞ্চমী তিথিত ২৯ শে জানুয়ারি বাংলায় ১৪ই মাঘ মায়ের আরাধনা শুরু সকাল ৮ টা ৪৭ মিনিটে, তিথি শেষ হবে পরের দিন ৩০ শে জানুয়ারি ১০ টা ৫৬ মিনিটে। তাই আট থেকে আশি সবাই খুশি. . .... ছাত্র ছাত্রী, গৃহস্থ সকলেই একটি দিন বেছে নিচ্ছেন মায়ের আরাধনা করার জন্য এবং মায়ের পুস্পাঞ্জলি দেওয়ার জন্য।
এই বাগদেবীর আরাধনা মধ্যে দিয়ে আমাদের জীবনের সুর, তাল, ছন্দকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তাঁর আরাধনায় সিদ্ধ হয় পার্থিব জীবনের সমগ্র জ্ঞান আরোহণ , মানবলাভ করে চেতনা, যাত্রা শুরু হয় অজ্ঞানতার  অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে।

বাগদেবীর আরাধনার পাশাপাশি আমাদের স্কুল, কলেজ জীবনের বন্ধুবান্ধবদের সাথে আনন্দে মেতে ওঠা, কিছুটা হলেও লেখাপড়া করতে সেদিন আর মন লাগে না।
এই দিনটি বাসন্তী রঙে সেজে ওঠা আপামোর বাঙালির কাছে ভ‍্যালেন্টাইন ডে। সারাদিন আনন্দে মেতে ওঠা....
তার সাথে পূজার ভোগ খাওয়া...আর সঙ্গে থাকে সারাদিন সেলফি.....

সরস্বতীর পূজার পুস্পাজ্ঞলী মন্ত্র

সরস্বতী পূজায় গোটা শাকসবজি সিদ্ধ খাওয়া হয় কেন?




How to get 100 marks in Mathematics?

Comments

Popular posts from this blog

Rose day quotes to make the rose day special

Valentine's day week list 2020

How to get 100 marks in Mathematics?