Posts

Corona virus tips stay home save live

Image
সুস্থ থাকুন, করোনা থেকে বাঁচতে মেনে চলুন এইসব নিয়ম: করোনা মোকাবিলায় এখন দেশজুড়ে তৃতীয় পর্যায়ের লকডাউন চলছে.... মানবজীবনের গতিশীলতাকে স্তব্ধ করে দিয়েছে।  তাই এই পরিস্থিতিতে কী করবেন? আসুন পুনরায় একবার ঝালিয়ে নিই---             ১. জনসমাগম বা ভিড় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। ২. কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে নিজেকে বিরত রাখুন। ৩. অতি প্রয়োজনে একান্ত বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মুখে মাস্ক পরুন। ৪. বাইরে থেকে এসে আগে আপনার পায়ের জুতা বাড়ির বাইরে খুলুন, দরকার হলে সাবান জলে ধুয়ে নিন। ৫. বাড়ির বাইরে থেকে এলে প্রথমে হাত পা উষম জলে ধুয়ে দিন।নিয়ম অনুযায়ী ২০ সেকেন্ড হাতে সাবান দিয়ে ঘষুন।  ৬. নিয়মিত জামাকাপড় কেচে রৌদ্রে শুকিয়ে পড়ুন। ৭. আগামী কয়েকদিন বাইরের খাবার এড়িয়ে চলুন। ৮. সর্বদা একে অপরের মধ্যে সোশ‍্যাল ডিসটেন্স মেনে চলুন। ৯. বাইরে থেকে এলে অবশ্যই মোবাইল, ঘড়ি, মানিব্যাগ স‍্যানিটাইজ করুন। ১০. ঠান্ডা জাতীয় খাবার এড়িয়ে চলুন। ১১. যতটা সম্ভব বাড়িতে থাকুন। ১২. সতর্ক থাকুন ও সচেতন থাকুন। BEST POWERFUL ...

How to improve yourself ? Bengali

Image
  নিজের প্রতি   ব‍্যবহার ১. নিজের মনুষ্যত্ব বজায় রাখা ২. সর্বদা সৎ আচার আচরণ ৩.  অসৎ ব‍্যাক্তিদের এড়িয়ে যাওয়া ৪. অতিরিক্ত আশা লোভ ত‍্যাগ করা ৫. পাশের মানুষটিকে বোঝার চেষ্টা করুন তারপর সেই অনুযায়ী ব‍্যাবহার করা ৬. যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা ৭. নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করুন ৮.স্থান,কাল ও পরিস্থিতি বিচার করে কথা বলা। ৯. রাগ মেজাজ প্রতিবার করুন ১০. যেখানে তুমি অপ্রয়োজনীয় সেই স্থান শিঘ্রই ত‍্যাগ করা।

Promise Day

Image
আজ 11 ই ফেব্রুয়ারী বসন্তের হাওয়ায় স্নিগ্ধ সমীরনে এই দিনে এই মুহূর্তে কথা দিলাম... এই কথা দেওয়া আর তার সাথে শপথ করা যা পুরো টাই প্রতিজ্ঞা ... যা হৃদয়ের উন্মুক্ততায় বাঁধনে বেঁধে দেয় সম্পর্ক দুটি কে। প্রতিজ্ঞা শুরুতে শুধু একটা দিনের না । প্রতিজ্ঞা মানে সারাজীবনের জন্য একে অপরের দায়িত্ব পালনের নিয়ম যা শুরু হয় বিশ্বাসে আর যার বৈধতা পায় সময়ের মাপকাঠিতে। আমরা promise Day কে হয়তো একটা বাঁধনে আবদ্ধ রাখি হয়তো সেটা ভালোবাসার দুটি মানুষের মধ্যে ভালোবাসা বাঁচিয়ে রাখার লক্ষ্যে পথভ্রষ্ট না হ'ওয়া। কিন্তু এর বাইরের সীমা অসীম যা আমরা আমাদের জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছাতে promise নিতেই পারি,আজ এই দিনে। আমরা প্রতিজ্ঞা দিবসের মধ্যে দিয়ে আমাদের মনুষ্যত্বকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি যা আমাদের জীবনের সঠিক দিশা পাবে আর তার পাশাপাশি সমাজ সংস্কৃতি ও পরিবেশ সৃষ্টির সুন্দর রূপে মুগ্ধ হয়ে উঠবে। আমরা কর্ম কুশলতায় ব‍্যাস্ত জীবনে কথা দিলাম আর প্রতিজ্ঞা গ্রহণ করলাম এটা সর্বদা ঘটে । কিন্তু প্রতিজ্ঞার সাথে যে কথা টা যুক্ত হল, তার বাস্তবায়নের জন্য কত টা প্রস্তূত তা নির্ণয় করা উভয় পক্...

Rose day quotes to make the rose day special

Image
Rose Day quotes to make the Rose day special :     Sweet air of Sweetness the color of the spring is shaded. Love floats in the air . The color of the spring becomes a blur of color. The color is color of the flower of the flower of the mind . The garden is blooming in a colorful red color.  In my mind's empire of red roses. The beginning of preparation for love begins. Exchange message with red roses to people you love. Some people begin to love love by giving people red roses and the mind speaks of love to people.  The rose becomes a universal symbol of  love in the beloved lover. Valentine's week begins with these 7 th February. Rose day quotes : 1. The journey of love begins with spring colorful red roses. 2. Let the mute love of the mute mind go with the rose. 3. Love is like rose, when it's fragrance is in the air you can only surrender and drench your soul. 4. Red roses is one of the universal symbol of love the helps to rec...

Valentine's day week list 2020

Image
           Valentine's Day Week List                            2020 জীবনের চলারপথে  ভালোবাসি শুধুই তোমাকে   আমার আমাকে তুমি  । বন্ধনে আবদ্ধ রাখে সময়ের দিন,  ভালোবাসা শুভেচ্ছার মুহূর্তের   উদযাপন হবে রঙীন।         1. Rose Day : 7 th February          2. Propose Day : 8 th February          3. Chocolate Day : 9 the February 4. Teddy Day : 10 th February 5. Promise Day : 11 th February 6. Hug day : 12 th February       7. Kiss Day : 13 th February       8. Valentine's Day : 14 th February                          Rose_day_quotes_to _make the rose day special  : click_here        

Valentine's day

Image
   ভ‍্যালেন্টাইন ডে কেন পালন করা হয় ? তৃতীয় শতাব্দীতে খ্রীষ্টান ধর্ম যাজক ও চিকিৎসক সেন্ট ভ‍্যালেন্টাইন ইতালির রোম নগরীতে ধর্ম প্রচার করতেন। আর সেই সময় রোম সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস ধর্ম প্রচারে বাধা দেন এবং ধর্ম প্রচারে অভিযোগ আনেন। দ্বিতীয়ত, সম্রাট সৈনিকদের বিবাহের নিষেধাজ্ঞা আরোপ করেন কারণ তিনি মনে করেন অবিবাহিত পুরুষরা অধিকতর শক্তিশালী ও পারদর্শী হন এবং উন্নত মানের যোদ্ধা হন। কিন্তু ভ‍্যালেন্টাইন গোপনে সৈনিকদের মধ্যে বিয়ে দেওয়ার প্রথা শুরু করেন। এই দুই অভিযোগ সম্রাট ক্লডিয়াস, ভ‍্যালেন্টাইনকে কারাবাসে পাঠানোর নির্দেশ দেন। এরপর ধর্ম যাজক ভ‍্যালেন্টাইন অলৌকিক চিকিৎসা পদ্ধতিতে একজন কারারক্ষীর অন্ধ মেয়েকে দৃষ্টিদান করেন। অনুপ্রাণিত হয়ে ঐ পরিবারের ৪৬ জন সদস্য খ্রীষ্ট ধর্মে দীক্ষিত হন। এই জনপ্রিয়তা ও ধর্ম প্রচারের কারনে দ্বিতীয় ক্লডিয়াস আদেশে ভ‍্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে ঐ কারারক্ষীর সুন্দরী তরুণী কন‍্যার সাথে ভ‍্যালেন্টাইনের প্রেমের সম্পর্ক তৈরি হয়। কারাঅভ্যন্তরে তারা দেখা করতেন।  মৃত্যুদণ্ডের আগের দিন রাতে ভ‍্যা...

How to get 100 marks in Mathematics?

Image
        অঙ্কে ১০ টি টিপস্ মানলেই ১০০% পাবেই আর কয়েক দিন পর মাধ‍্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু। হাতে গোনা কয়েকটি দিন বাকি কিন্তু অঙ্কে কাঁচা ছাত্র ছাত্রীদের মনে ভীতি হয়তো কিছু টা রয়েছে কিন্তু গবেষকেরা বা শিক্ষাবিদরা বলেছেন এই ১০ টা টিপস্ মানলে অঙ্কের ভীতি দূর হবে সফলতা আসবেই। টিপস্ গুলি হলো  :- ১. প্রথমে পরীক্ষার ধরন , নম্বর সিস্টেম এবং প্রশ্ন পত্র      এর ধরন বুঝে রুটিন তৈরি করতে হবে । ২.  প্রশ্ন পড়ার জন্য কিছুটা সময় রাখতে হবে (১৫ মি.)। ৩.  সিলেবাস অনুযায়ী সমস্ত প্রশ্নোত্তর সমাধান করা। ৪.  অঙ্কের উদাহরণ গুলি দেখা। ৫.  বিগত কয়েক বছরের প্রশ্নগুলো সমাধান করা বা       দেখা। ৬. সূত্র গুলি মনে রাখা। ৭. সম্পাদ‍্য ও উপপাদ্য গুলিকে আলাদা আলাদা কষে       দেখা। ৮. অঙ্কের পরীক্ষার আগের দিন রাত জেগে পড়াশোনা      করা যাবে না। ৯. পড়াশোনার মাঝে power break নেওয়া। ১০. টেনশন দূর করে খুশি মনে পরীক্ষা দেওয়া।             ...